অবশেষে ভারতেও নিষিদ্ধ হচ্ছে জাকির নায়েকের পিস টিভি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
অবশেষে ভারতেও নিষিদ্ধ হচ্ছে জাকির নায়েকের পিস টিভি - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

অবশেষে ভারতেও নিষিদ্ধ হচ্ছে জাকির নায়েকের পিস টিভি

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন মালয়েশিয়াতে অবস্থান করা আলোচিত ও সমালোচিত ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের পিস টিভি, পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করছে ভারত সরকার। খরব জি নিউজের।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় স্পর্শকাতর বক্তব্যের কারণে পিস টিভি, পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষে উসকানি দিয়েছেন।

জি নিউজের খবরে বলা হয়, ভারতের গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ ড. জাকিরের ব্যাপারে তদন্ত করেছে। তাদের অভিযোগ, ধর্মীয় বিদ্বেষ তো বটেই, এর বাইরে ইসলাম প্রচারের নামে তিনি ভারত বিদ্বেষও ছড়িয়ে দিচ্ছেন। একাধিক মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এমন স্পর্শকাতর প্রচারণা চালানো হচ্ছে।

ভারতসহ বিশ্বের অনেক দেশে যুক্তি ও রেফারেন্স দিয়ে ইসলাম প্রচার করে থাকেন ড. জাকির নায়েক। স্বাভাবিকভাবেই বর্তমান রক্ষণশীল ভারত সরকারের সেটা পছন্দ হয়নি। এই পরিস্থিতিতে গত ৩ বছরেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় নির্বাসিত জীবন যাপন করছেন এই জনপ্রিয় বক্তা। ভারত তাকে ফেরত চাইলেও এ ব্যাপারে পাত্তা দেয়নি মালয়েশিয়া সরকার।

এর আগে ভারতের পক্ষ থেকে ড. জাকির নায়েকের বিরুদ্ধে আরো কিছু গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আড়াইশ কোটি টাকার মানি লন্ডারিং। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক রয়েছে এই ধর্মীয় বক্তার, যারা তাকে নিয়মিত অর্থ প্রদান করে থাকেন। অবশ্য এসব অভিযোগকে ‘বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছেন জাকির নায়েক।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360