সেরা টেক ডেস্ক:
বাড়ি তৈরি হবে ২৪ ঘণ্টায়? অবিশ্বাস্য হলেও এটাই সত্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক মাইটি বিল্ডিংস নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান ৩৫০ স্কয়ার ফুট আকারের বাড়ি তৈরি করতে সময় নিচ্ছে ২৪ ঘণ্টা। বাড়ি এর চেয়ে বড় সাইজের হলে এর আনুপাতিক হারেই সময় লাগবে।
এই অল্প সময়ে বাড়ি তৈরি করার মূল কাজটুকুই করা হয় স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে। বাড়ির অবকাঠামোগুলো তৈরি ও দাঁড় করানোর পাশাপাশি বেশিরভাগ কাজই হয় বিশেষ যন্ত্রের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে ক্যালিফোর্নিয়ায় এ ধরনের বাড়ির ফরমায়েশ নিয়ে তৈরি করে দিচ্ছে মাইটি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্য থেকেও এ ধরনের বাড়ি তৈরির ফরমায়েশ নেবে প্রতিষ্ঠানটি।
বাড়ি তৈরিতে তারা ইউভি-কিউরেবল সিনথেটিক স্টোন ম্যাটেরিয়ালস ব্যবহার করে। এই উপকরণ দিয়ে আবরণ তৈরি করে বাড়ির দেয়াল যান্ত্রিকভাবে তৈরি হয়, আর সেটা দাঁড় করিয়ে অন্যান্য অংশের সঙ্গে মজবুত করে জোড়া লাগানোর কাজটাও যন্ত্রের মাধ্যমে করা হয়। প্রস্তুত করা বাড়িতে সবশেষে থ্রিডি প্রিন্ট করে চোখ ধাঁধানো লুক দেওয়া হয়।
সেরা নিউজ/আকিব