সেরা টেক ডেস্ক:
২০২১ সালে ভারতে আসছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলন মাস্ক।
সম্প্রতি ‘ইন্ডিয়া ওয়ান্টস টেসলা’ লেখা একটি টি-শার্ট পোস্ট করা টুইটের জবাবে এলন উত্তরে লেখেন ‘অবশ্যই আগামী বছর’ এবং টেসলার জন্য অপেক্ষা করায় ধন্যবাদও জানান তিনি।
এমন সময় টেসলার তৈরি বৈদ্যুতিক গাড়ি ভারতের বাজারে আসছে যখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ও উৎপাদন বাড়তে লাগাতার উৎসাহ দিয়ে চলেছেন।
বর্তমানে ভারতের গাড়ির বাজার করোনাভাইরাসের ধাক্কা সামলে একটু একটু ঘরে দাঁড়ানোর কক্ষে ফিরতে শুরু করেছে। তবে, মহামারিকালে গাড়ির বিক্রি বাড়াতে উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো সরকারের সহযোগিতা কামনা করে আসছে।
এর আগে গত বছর ‘হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া স্যার’ এমন এক টুইটের জবাবে ভারতে আসার আগ্রহের কথা জানিয়েছিলেন টেসলা’র কর্তা এলন মাস্ক। গত বছর মার্চে ওই টুইটে এলনের উত্তর ছিল, ‘আমার পছন্দ এবছরই। যদি না হয়, তাহলে নিশ্চিতভাবে আগামী বছর যাবো’।
সেরা নিউজ/আকিব