অনলাইন ডেস্ক:
করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। তিনি একে বাস্তব পরীক্ষার সময় বলে উল্লেখ করেছেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় তিনি পিছিয়ে পড়ছেন। এমনিতেই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন জনমত জরিপে তার চেয়ে এগিয়ে আছেন। এ অবস্থায় ট্রাম্পের প্রচারণায় আগামী সপ্তাহ থেকে ব্যক্তিগতভাবে মাঠে নামছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক। এ ছাড়া থাকছেন উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার মাইক পেন্সের করোনা পরীক্ষা করা হয়েছে।
তাতে নেগেটিভ ফল এসেছে। আগামী বুধবার ডেমোক্রেট দল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে তার বিতর্ক হওয়ার কথা রয়েছে। ওদিকে শুক্রবার মিশিগানে প্রচারণায় সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা এড়িয়ে গেছেন জো বাইডেন। শনিবার তিনি প্রেসিডেন্টের সুস্থতা কামনা করেছেন। কিন্তু এদিন তিনি ট্রাম্পের করোনা মহামারি নিয়ে গৃহীত পদক্ষেপকে বিবেকবর্জিত বলে আখ্যায়িত করেন। জো বাইডেন বলেন, এ সময়ে আমি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সমালোচনা করে বক্তব্য রাখতে চাই না। তাদের সুস্থতা কামনা করি।
পরক্ষণেই তিনি করোনা মহামারি নিয়ে ট্রাম্পের গৃহীত পদক্ষেপকে বিবেকবর্জিত বলে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর বিষয়ে সম্প্রতি এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছিলেন ‘যা হবার তাই হচ্ছে’। তার এমন মন্তব্যেরও সমালোচনা করেন জো বাইডেন। তিনি বলেন, আমার পুরো ক্যারিয়ারে যেসব কথা শুনেছি তাতে তার ওই মন্তব্য ছিল সবচেয়ে জঘন্য। বাইডেন আরো জানান, শুক্রবার তার করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও তিনি রোববার আবার পরীক্ষা করাবেন।
তার এক মুখপাত্র বলেছেন, প্রতিটি পরীক্ষার ফল প্রকাশ করবে প্রচারণা টিম। এ অবস্থায় জো বাইডেন বড় বড় ইভেন্টগুলোকে খুব কম সংখ্যক মানুষের উপস্থিতি অথবা কোনো উপস্থিতি ছাড়াই তা সম্পন্ন করতে চাইছেন। এক্ষেত্রে এতদিন খুব কমই সামাজিক দূরত্ব বজায় রেখে বড় বড় র্যালি করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ধরা পড়ার পর জনগণকে মাস্ক পড়ার দাবি জোরালো করেছেন বাইডেন। উল্লেখ্য, করোনা মহামারির হুমকিকে বার বারই ট্রাম্প উড়িয়ে দিয়েছেন। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছেন কমপক্ষে দুই লাখ মানুষ। মারাত্মক ক্ষতি হয়েছে অর্থনীতির।
সেরা নিউজ/আকিব