স্পোর্টস ডেস্ক:
মাঠের বাইরে ব্যক্তিগত ইস্যুতে নাসির বরাবরই ছিলেন বিতর্কিত। অন ফিল্ডেও একাধিক ঘটনায় এর আগে নিষিদ্ধ হয়েছেন তিনি। গুনেছেন মোটা অঙ্কের জরিমানা। কিন্তু কোনও কিছুতেই শুধরাচ্ছেন না জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটার।
মাঠে ফিরে আবার বিতর্কে জড়ালেন তিনি। এবার আম্পায়ারকে গালি দিয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এই স্পিন অলরাউন্ডার। জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে কোচের সিদ্ধান্ত না মানার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গেছে, খুলনায় বোলিংয়ের সময় মজা করছিলেন নাসির। একই ওভারে কখনো স্পিন, কখনো পেস বোলিং করেছেন। এক বল করতেই তিনবার রান আপ নিয়েছেন।
দ্বিতীয় রাউন্ডে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বোলিংয়ের সময় একটি আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারকে গালি দেন রংপুর বিভাগের অধিনায়কের দায়িত্ব পালন করা নাসির। আম্পায়ারকে গালি দেওয়ার অভিযোগে নাসিরকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারী সামিউর রহমান।
প্রসঙ্গত চট্টগ্রামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাত্র ৩ ওভার বোলিং করেছিলেন নাসির।
ব্যাট-বলে প্রথম দুই রাউন্ডে কিছুই করতে পারেননি নাসির। প্রথম ম্যাচে মাত্র
৪ ও অপরাজিত ২৩ এবং দ্বিতীয় ম্যাচে ১ রান করেন। বল হাতে উইকেট পাননি
একটিও।
লিগ শুরুর আগে তার ফিটনেসের অবস্থা ছিল করুণ। বিপ টেস্টে প্রথমবার মাত্র ৯.২ স্কোর করেন। যেখানে পাশ মার্ক ছিল ১১। দ্বিতীয় বিপ টেস্টে ১০ স্কোর করে বিশেষ বিবেচনায় লিগ খেলার অনুমতি পান। কিন্তু লিগের শুরু থেকেই নাসির ডুবে আছেন অন্য জগতে!