রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ভাঙন থামছেইনা। ইতোমধ্যে নদীভাঙনের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার তিনটি ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। ঘাট স্বল্পতার কারণে কর্তৃপক্ষ চারটি ফেরি বসিয়ে রেখেছে। ফলে ঘাটে প্রায় তিন কিলোমিটার লম্বা সারিতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি আটকে রয়েছে।
গতকাল শুক্রবার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় আরও প্রায় ২০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। ফলে আজ শনিবার বিকেল পর্যন্ত বন্ধ থাকা ৩ নম্বর ঘাটটি চালু করা সম্ভব হয়নি। ভাঙন ঠেকাতে ও ঘাট চালু করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বালুভর্তি জিওব্যাগ ফেলা অব্যাহত রেখেছে। আজ সন্ধ্যা নাগাদ ঘাটটি চালু করার প্রাণপণ চালুর চেষ্টা চলছে।
এদিকে দৌলতদিয়ার ছয়টি ঘাটের মধ্যে ভাঙনের কবলে পড়ায় তিনটি ঘাট বন্ধ রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুই দিনের বৃষ্টি ও বাতাস থাকায় ৩ নম্বর ফেরিঘাট এলাকার প্রায় ৫০ মিটার অংশ নদীতে বিলীন হলে ঘাটটি বন্ধ হয়ে যায়। ভাঙনের কবলে পড়ায় ১ ও ২ নম্বর ফেরিঘাট আগ থেকেই বন্ধ রয়েছে। এখন ৪, ৫ ও ৬ নম্বর ঘাট চালু রয়েছে। ঘাট স্বল্পতার কারণে কর্তৃপক্ষ চারটি ফেরি বসিয়ে রেখেছেন। এতে গাড়ি পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকে আছে। আজ বিকেল পর্যন্ত দৌলতদিয়ায় ঢাকাগামী প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি আটকে রয়েছে।
উল্লেখ্য,এটি দেশের দক্ষিনাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম জনপ্রিয় রুট।