নির্বাচনী প্রচারণায় অংশ নিতে প্রস্তুত ট্রাম্প - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে প্রস্তুত ট্রাম্প - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে প্রস্তুত ট্রাম্প

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার ধকল কাটিয়ে উঠে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার জন্য ট্রাম্প পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় ধুম্রজাল। হোয়াইট হাউস ও ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে আসে পরস্পর বিরোধী বক্তব্য। প্রেসিডেন্ট ট্রাম্প করোনামুক্ত না হলেও, ঔদ্ধত্য দেখালেন তার ব্যক্তিগত চিকিৎসক সিন কনলি।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড চিকিৎসার কোর্স শেষ করেছেন। এ সপ্তাহ থেকেই জনসমাগমস্থলে ফিরতে পারবেন। তাকে দেওয়া ওষুধ খুব কার্যকর হয়েছে। বর্তমানে ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে, ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে শনিবার ফ্লোরিডায় অনুষ্ঠেয় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প।

এদিকে, ট্রাম্পকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ডেমোক্র্যাটদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। বৃহস্পতিবার, অ্যারিজোনায় রানিং মেট কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

বলেন, মার্কিনদের এমন একজন প্রেসিডেন্টের প্রয়োজন, যিনি তাদের সমস্যা ও আশা আকাঙ্ক্ষার কথা বুঝবেন। তারা কী হতে চায় সেটি অনুধাবন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ নেতৃত্বের কারণেই করোনায় আক্রান্ত ২ লাখেরও বেশি মানুষকে এরইমধ্যে প্রাণ দিতে হয়েছে।

মিশিগানের ডেমোক্র্যাট দলীয় গভর্নরকে অপহরণের পরিকল্পনার ঘটনায় ট্রাম্পের নীরব ভূমিকার সমালোচনা করেন বাইডেন। এর আগে, মিশিগানের গভর্নরকে অপহরণের পরিকল্পনার অভিযোগে ছয় মিলিশিয়াকে আটক করে এফবিআই।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360