ক্ষোভ, ঘৃনা ভুলে প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ক্ষোভ, ঘৃনা ভুলে প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

ক্ষোভ, ঘৃনা ভুলে প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

অনলাইন ডেস্ক:
আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন। ২০১৮ সাল থেকে যাত্রা শুরু হয় বিচিত্র এই দিবসটির। চলে গেছে যে মানুষ ফেরার আকুতিকে উপেক্ষা করে, যেতে দিন তাকে। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এই দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা সব তাকে মাফ করে দিন।

প্রাক্তনের প্রতি অভিমান মেশানো জিজ্ঞাসা থাকে অনেকের- কেন ছেড়ে গেল সে। কিন্তু অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ, প্রবল ঘৃণা ও ক্ষমাহীন ক্ষোভ। হয়তো এই সব অনুভূতির পেছনের কারণগুলো যথার্থই যৌক্তিক। কিন্তু তা বলে অনুভূতিগুলো সারা জীবন ধরে পুষে রাখারও কি যৌক্তিক কারণ থাকে সব সময়?

পুষে রাখা মানেই তো নিরন্তর মানসিক পীড়ন। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রাখা শুধু। কেবলই যেন বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখা। তার চেয়ে প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কেমন হয়! অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ পথ বোধ হয় কমই আছে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360