অনলাইন ডেস্ক:
বিরূপ আবহাওয়ায় গত তিনদিন সূর্যি মামা যেন লুকিয়ে ছিল মেঘের আড়ালে। কখনও মুষলধারে কখনও থেমে থেমে বৃষ্টি আবার কখনও ঝোড়ো বাতাসে যান্ত্রিক নগরী ঢাকার স্বাভাবিক জীবনযাপন অনেকটাই ব্যাহত হয়। তবুও জীবন ও জীবিকার তাগিদে বৃষ্টি মাথায় নিয়েই নগর বাসিন্দাদের ছুটতে হয়েছে নিজ নিজ গন্তব্যে। দিনরাত্রির অধিকাংশ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন ও কুয়াশার কারণে হিমেল বাতাস বইতে দেখা গেছে। অনেকেই ধারণা করেছিলেন, শীত মৌসুম বুঝে এসেই গেল।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা আগেই বলেছিলেন, ঠান্ডা অনুভূত হলেও শীত আসতে এখনও দেরি আছে। তাছাড়া আজ (রোববার) থেকেই দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে তারা পূর্বাভাস দিয়েছিলেন। তাদের পূর্বাভাস অনুযায়ী আজ তিন দিন পর নগরবাসী রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখতে পায়। সকাল থেকে সময় যত গড়াতে থাকে ততই আবহাওয়া স্বাভাবিক হতে থাকে। অন্য দিনের তুলনায় আজ নগরীর রাস্তাঘাটে মানুষের উপস্থিতি বেশি দেখা যায়।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
আজ দুপুর একটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আজ দুপুর ১টায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩০মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ২ মিনিটে।
সেরা নিউজ/আকিব