আমেরিকার শিকাগো শহরে ইঁদুরের সংখ্যা সবচে বেশি। বরাবরের মতো এবারো শহরটি ইঁদুরের শহর হিসেবে স্থান পায়। প্রতিবাবের মত ‘অরকিন, ‘আটলান্টা কীটপতঙ্গ নিয়ন্ত্রণ পরিষেবা’ এই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে ষষ্ঠবারের মতো ইঁদুর পরির্পূণ শহরের তালিকার র্শীষে স্থান পায় শিকাগো বা উইন্ডি সিটি। এদিকে একটানা ছয় বছর ইঁদুরের শহর হিসেবে শিকাগোর স্থান মেনে নিতে পারছেন না বাসিন্দারা।
অরকিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, খাদ্য ও আশ্রয়ের জন্য এদের উপস্থিতি বেশি দেখা যায়।
অরকিনের কীটতত্ত্ববিদ বিন হটেল বলেন, আবাসিক ভবনগুলো ইঁদুরের জন্য একটি নিরাপদ আবাসস্থল। যদি এসব স্থানে এবার ইঁদুরগুলো নিরাপদভাব আবাসগ্রহণ করতে পারে তাহলে দ্রুত তাদের উপদ্রব বৃদ্ধি পাবে। এবং বংশবিস্তার হতে থাকবে।
এদিকে গত ৫ বছর ইঁদুরের বিস্তার রোধে বিভিন্ন চেষ্টা করেছে আমেরিকার শিকাগো শহর কর্তৃপক্ষ। এর জন্য ২০১৬ সালে ’ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ’ নামে একটি টাস্কর্ফোস গঠন করে। ফলে শহরের বেশির ভাগ মানুষ নিজ বাড়িতে বিড়াল পালন শুরু করে।
অরকিন সতর্ক করে আরও বলেছে, বিস্তার ঠেকাতে না পারলে শীতকালীন সময়ে ইঁদুর তাদের উষ্ণতার জন্য কেবল বাড়িতে নয় বরং ইঁদুরগুলো খাদ্যের গুদাম, ব্যবসাপ্রতিষ্ঠানেও আশ্রয় গ্রহণ করবে। আর শিকাগো শহরটি এর জন্য বেশি ঝুঁকিতে পড়তে পারে।
আমেরিকার আরো দশটি শহরের নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদের মধ্যে লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, সান ফ্রান্সিসকো, ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, বাল্টিমোর, ডেনফার এবং মনিয়াপলিস।