স্পেনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পশ্চিম ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে স্পেনেই প্রথম ১০ লাখ করোনা রোগী শনাক্তের মাইলফলক স্পর্শ করলো।
বুধবার দেশটিতে আক্রান্তের এ রেকর্ড হয়। ব্রিটেন ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানা যায়।
বিশ্বে এ পর্যন্ত ছয়টি দেশে ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, আর্জেন্টিনা এবং স্পেন। অর্থাৎ ষষ্ঠ অবস্থানে রয়েছে স্পেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত (বুধবার) ২৪ ঘন্টায় দেশটিতে ১৬ হাজার ৯৭৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৬ জন।
করোনায় স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৬৬ জনের।
সেরা নিউজ/আকিব