বাইডেনের সমর্থনে মাঠে নেমেছেন ওবামা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বাইডেনের সমর্থনে মাঠে নেমেছেন ওবামা - Shera TV
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

বাইডেনের সমর্থনে মাঠে নেমেছেন ওবামা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:

মার্কিন নির্বাচনের আর মাত্র ১২ দিন বাকি। চলছে তুমুল উত্তেজনা। ইতিহাসে প্রথমবারের মত এবারের নির্বাচনে রয়েছে সংঘাতের শঙ্কা। যুক্তরাষ্ট্রের উদারনৈতিকদের মধ্যে জনপ্রিয় বারাক ওবামা মাঠে নেমেছেন জো বাইডেনের পক্ষে। এতে বেড়েছে বাইডেনের জনপ্রিয়তা।

বিশ্বের অন্যতম সেরা বক্তার সুনাম অর্জনকারী ওবামার বক্তব্যে বাইডেনের অবস্থান আরো শক্ত হয়েছে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২১ অক্টোবর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া নগরীতে বাইডেনের সমর্থনে প্রচারে যোগ দেন ওবামা। উত্তরসূরি হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবেন এমন আশা তিনি কখনো করেননি। এ কথা উল্লেখ করে ওবামা বলেছেন, তিনি আশা করেছিলেন দেশের স্বার্থে হলেও কাজগুলো ট্রাম্প আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন। এমন ঘটেনি, ট্রাম্পের নিজের ও বন্ধুদের স্বার্থ ছাড়া কোনো কিছুতেই তার আন্তরিকতা দেখাননি বলে ওবামা উল্লেখ করেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কারণে বাইরের দেশগুলো শুধু যুক্তরাষ্ট্রকে নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলেছে এমন নয়, রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের লোকজনেরও মনোভাব বদলে দিয়েছে। তাই আমরা আরও চার বছর ট্রাম্পকে বহন করতে পারব না।

ঐতিহ্য অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্টরা সরাসরি কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে আক্রমণ করে বক্তৃতা দেওয়া এড়িয়ে চলেন। ডেমোক্রাট দলের অনেকটা বাঁচা মরার লড়াইয়ে ওবামা ঐতিহ্যেকে পাশ কাটিয়ে বক্তব্য রেখেছেন। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতার কড়া সমালোচনা করেন ওবামা। দুই লাখ ২০ হাজারের বেশি মানুষের মৃত্যুকেও বেশি মনে না করা এবং এত মৃত্যু ঠেকানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চরম ব্যর্থতার কথা তিনি তুলে ধরেন।

বারাক ওবামা ফিলাডেলফিয়ায় দেওয়া বক্তব্যে বলেছেন, এটা আর কোনো রিয়েলিটি শো নয়, সবই এখন রিয়্যালিটি। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ভাবমূর্তি বাড়ানোর জন্য প্রেসিডেন্সিকে ব্যবহার করছেন। এসবের পরও ট্রাম্পের টিভি রেটিং নিচে নেমেছে।

চীনে ট্রাম্পের গোপন ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘ভাবতে পারেন আমার দ্বিতীয় দফা নির্বাচনের সময় এমন তথ্য বেরিয়ে আসলে কী হতে পারত?’

অপরদিকে একইদিন নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প ওবামাকে বারাক হোসেন উল্লেখ করে তার তীব্র সমালোচনা করেন। ওই বক্তৃতায় ট্রাম্প ইসলামি জঙ্গি, ওবামা কেয়ারসহ নানান ইস্যু নিয়ে বক্তব্য রেখে একটি বিশেষ শ্রেণির ভোটারদের মন জয় করার চেষ্টা করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত নির্বাচন নিয়ে সৃষ্টি হচ্ছে সংঘাতময় পরিবেশের। ইতোমধ্যেই মিশিগান অঙ্গরাজ্যের গভর্নরকে অপহরণের ঘটনা, দু’দলের সমর্থকদের মধ্যে হামলার হুমকির ঘটনা ভোটারদের মাঝে আতঙ্ক বাড়াচ্ছে। এছাড়াও ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণায় বিলম্ব, এমনকি ক্ষমতা হস্তান্তর নিয়েও রয়েছে শঙ্কা।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360