সেরা নিউজ ডেস্ক:
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেন স্বজনসহ রাজনীতিবিদ, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তার মৃত্যুর পরপরই হাসপাতালে ভিড় করেন স্বজনরা। তাকে শেষবারের মতো দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, জীবনের প্রতিটি সময় তিনি আইনি সেবায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যারিস্টার রফিক-উল-হক ১৫ অক্টোবর আদ দ্বীন হাসপাতালে ভর্তি হন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। জোহরের আগ পর্যন্ত তার মরদেহ রাখা হবে পল্টনের বাসায়। পরে বায়তুল মোকাররমে দ্বিতীয় ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সেরা নিউজ/আকিব