ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনার নয়া ঢেউ সামলাতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে স্পেন, একই সঙ্গে রাতের জন্য ঘোষণা করা হয়েছে কারফিউও।
কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সময় রোববার এতথ্য জানিয়েছে বিবিসি।
দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ একটি টেলিভিশন ভাষণে বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রোববার থেকে প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। দেশজুড়ে থাকবে জরুরি অবস্থা।
তিনি জানান, প্রয়োজন মনে করলে স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে।
প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ১৫দিন অবস্থা কার্যকর থাকবে। তিনি এই সিদ্ধান্ত ১৫ দিন থেকে ৬ মাস পর্যন্ত বাড়াতে সংসদকে অনুরোধ জানাবেন।
পেড্রো সানচেজ বলেন, আমরা চরম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।
প্রাথমিক পর্যায়ে করোনার সংক্রমণে যে কয়টি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে স্পেন প্রথম দিকে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।
সেরা নিউজ/আকিব