বলিউড বাদশা শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আস্ক মি এনিথিং’ শীর্ষক প্রশ্নোত্তর সেশন আয়োজন করে ভক্তদের আনন্দ দিলেন। টুইটারে মঙ্গলবার (২৭ অক্টোবর) কিছু গুণমুগ্ধ ও ট্রলকারীসহ সবার প্রশ্ন নিয়েছেন তিনি। সব উত্তরেই রেখেছেন রসিকতার আমেজ।
একজন ট্রলকারী খোঁচা মেরে জানতে চেয়েছেন, নিজের বাড়ি মান্নাত বিক্রির পরিকল্পনা আছে কিনা। তার প্রশ্ন ছিল, ‘ভাই মান্নাত বেচে দিচ্ছেন নাকি।’ উত্তরে শাহরুখ লিখেছেন, ‘ভাই মান্নাত বিক্রি করা যায় না। তবে মাথা নিচু করে চাওয়া যায়। জীবনে কিছু অর্জন করতে হলে কথাটা মনে রাখবেন।’
উর্দু শব্দ ‘মান্নাত’ অর্থ প্রার্থনা। ট্রলকারীদের সেটি বুঝিয়েই বুদ্ধিদীপ্ত উত্তরটি দিয়েছেন শাহরুখ।
গত ২৫ অক্টোবর গৌরির সঙ্গে ২৯তম বিয়েবার্ষিকী উদযাপন করেছেন শাহরুখ। এ উপলক্ষে স্ত্রীকে কী উপহার দিলেন তা নিয়ে কৌতূহলী এক ভক্ত। তাকে কিং খান মজার কথা লিখেছেন– ‘আমার জীবনের সবচেয়ে বড় উপহারকে আমি কী উপহার দিতে পারি?’
আরেক ভক্তের প্রশ্নের উত্তরে শাহরুখ জানিয়েছেন, তার নতুন ছবির শুটিং ও পোস্ট প্রোডাকশন শেষে সিনেমা হলে একবছরের মধ্যে আসতে পারে।
৫৪ বছর বয়সী এই অভিনেতার সবশেষ ছবি ‘জিরো’ (২০১৮) বক্স অফিসে ফ্লপ হয়েছে। এরপর আর নতুন ছবির ঘোষণা দেননি তিনি।
‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত প্রশ্ন করেন, ‘গত ১০ বছরে কোনও চিত্রনাট্য বেছে নেওয়ার জন্য আফসোস হয়?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আপনি যে কাজই করবেন তাতে বিশ্বাস রাখতে হবে এবং মনোবল শক্ত রাখতে হবে। অর্জন কিংবা গ্রহণযোগ্যতা নির্ভর করে দর্শকের ওপর। তার আগে নিজের মনের ওপর বিশ্বাস থাকা দরকার।’
শাহরুখ এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলায় গ্যালারিতে পরিবারের সঙ্গে কয়েকবার দেখা গেছে তাকে। তিনি দলটির অন্যতম অংশীদার।