মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট হ্যাকারদের হামলার শিকার হয়েছে ।
স্থানীয় সময় মঙ্গলবার কিছু সময়ের জন্য ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটটি হ্যাক করা হয়। তবে ইতোমধ্যে হ্যাকড ওয়েবসাইটটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ট্রাম্পের প্রচারণা দল।
বুধবার আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটি জানা যায়।
জানা যায়, হ্যাক হওয়ার পর ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে লেখা ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে যথেষ্ট ভুয়া খবর ছড়িয়েছেন।’
ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের মুখপাত্র টিম মুর্তোফ জানিয়েছেন, হ্যাকরারা কোনও গুরুত্বপূর্ণ তথ্য নিতে পারেনি। কিছু ক্ষণের মধ্যেই ওয়েবসাইটটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন মুর্তোফ।