ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফ্রান্সের নিস শহরে সংঘটিত হত্যাকাণ্ডকে জঘন্য আখ্যায়িত করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না।
বৃহস্পতিবার ফ্রান্সের উপকূলীয় নিস শহরের নটরডেম গির্জায় এক তরুণ ছুরিকাঘাতে তিনজনকে হত্যা করে। তিউনিসিয়ান বংশোদ্ভূত ব্রাহিম আউসাউই নামের ২১ বছর বয়সী তরুণ সন্দেহভাজন হামলকারী হিসেবে শনাক্ত হয় এবং আহত অবস্থায় তাকে আটক করা হয়।
এ ঘটনার নিন্দায় ট্রুডো বলেন, ‘এভাবে নির্মমভাবে হামলাকারী অপরাধী, সন্ত্রাসী ও হত্যাকারীরা ইসলামের পরিচয়ধারী হতে পারে না। এটি অত্যন্ত জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড। সর্বাবস্থায় তা পরিত্যাজ্য এবং আমাদের মূল্যবোধকে অবমাননা করার মতো।’
নির্মম হত্যাকাণ্ডকে নিস শহরের মেয়র ক্রিটিয়ান এস্ট্রোসি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘নগরীর বৃহত্তম নটর ডেম গির্জার কাছাকাছি এ ঘটনা ঘটেছে। হামলকারীকে আটক করা হয়েছে।’
সূত্র: আল জাজিরা।
সেরা নিউজ/আকিব