চাকরি হারিয়ে গত মাসেই দেশে ফিরেছে ৮০ হাজার প্রবাসী - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
চাকরি হারিয়ে গত মাসেই দেশে ফিরেছে ৮০ হাজার প্রবাসী - Shera TV
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

চাকরি হারিয়ে গত মাসেই দেশে ফিরেছে ৮০ হাজার প্রবাসী

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:

করোনাকালে চাকরি হারিয়ে বিদেশ থেকে কর্মী ফেরত আসার ঢল থামছে না। প্রতি মাসেই ফেরত কর্মীর সংখ্যা বাড়ছে। অক্টোবর মাসে ফেরত এসেছেন ৮০ হাজার ৭৮২ জন। আগের মাস সেপ্টেম্বরে ফেরত এসেছিলেন ৭০ হাজার ৫৯৬ জন। গত ১ এপ্রিল থেকে সাত মাসে দেশে এসেছেন দুই লাখ ৪৫ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৮২৭ জন নারী কর্মী।

প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সর্বোচ্চ সংখ্যক কর্মী ফেরত এসেছেন সৌদি আরব থেকে। ১ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের এ দেশ থেকে ফেরত এসেছেন ৬৮ হাজার ৬৪৭ জন। তাদের মধ্যে প্রায় ২০ হাজার কর্মী ফিরেছেন অক্টোবর মাসে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে সাত মাসে ফেরত এসেছেন ৬৪ হাজার ২৮ জন। এ দেশ থেকেও অক্টোবরে ২০ হাজার কর্মী ফেরত এসেছেন।

রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ফেরত কর্মীদের অর্ধেক ফিরেছেন এই দুই দেশ থেকে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, দুই লাখ ১০ হাজার ৯১ জন কর্মী ফিরেছেন পাসপোর্ট নিয়ে। তাদের বড় অংশ ফেরত এসেছেন চাকরি না থাকায়। আবার কাজে ফিরে যাবেন এমন কর্মীর সংখ্যা নগণ্য। বাকি ৩৫ হাজার ৬৯৯ জন ফিরেছেন আউট পাস নিয়ে। তারা বিদেশে চাকরি করতে গিয়ে ভিসার মেয়াদ শেষে অবৈধ কর্মী হয়ে গিয়েছিলেন। আউট পাসধারীদের কয়েকশ ফিরেছেন কারাভোগ শেষে।

সৌদি ফেরতদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি না থাকায় দেশে ফিরে এসেছেন। আমিরাত ফেরত কর্মীদের বরাতে বলা হয়েছে, করোনার কারণে কাজ না থাকায় নিয়োগকারী কোম্পানি কর্মীদের ফেরত পাঠাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনঃনিয়োগের আশ্বাস দিয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার থেকে গত মাসে দেশে ফেরত এসেছেন ২৫ হাজার কর্মী।

গত মাসে মালয়েশিয়া থেকে ফেরত এসেছেন চার হাজার তিনজন কর্মী। পূর্ব এশিয়ার এ দেশটি থেকে সব মিলিয়ে ১১ হাজার ৫৭১ জন ফেরত এসেছেন। তাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাজ হারানোর কারণে কর্মীরা চলে আসছেন।

বিস্ফোরণে বিধ্বস্ত লেবানন থেকে অক্টোবর মাসে ফেরত এসেছেন এক হাজার ৬৮ জন। বৈরুত বিস্ফোরণের পর এ দেশটি থেকে সব মিলিয়ে ছয় হাজার ৮৬৯ জন কর্মী ফেরত এসেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে চাকরি সঙ্কট চলছে। এ কারণে কর্মীরা ফিরে আসছেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360