লাইফস্টাইল ডেস্ক:
চাকরি পাওয়ার জন্য প্রথমেই একটি সুন্দর জীবনবৃত্তান্তের প্রয়োজন হয়। নিখুঁত, সুন্দর ও আকর্ষণীয় একটি জীবনবৃত্তান্তই সবার নজর কাড়ে।
জীবনবৃত্তান্ত সুন্দরভাবে লেখার কিছু নিয়ম রয়েছে। আসুন জেনে নিই জীবনবৃত্তান্ত লেখার সঠিক নিয়ম।
১. জীবনবৃত্তান্ত এমনভাবে লেখা উচিত যেন চোখে দেখার পর আরাম বোধ হয়। লেখা অবশ্যই স্পষ্ট হতে হবে।
২. বেশি রঙ ও স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন না। অতিরিক্ত প্যারা বা গ্রাফিক্স ব্যবহার করবেন না। ছোট ছোট বাক্যে ও অল্প কথায় প্রকাশ করুন নিজেকে।
৩. ব্যাকরণগত ভুল যেন একেবারেই না থাকে জীবনবৃত্তান্তে। বাক্য রচনায় এ ধরনের ভুল কিন্তু আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে।
৪. নিজের অর্জন সম্পর্কে যা লিখবেন সেটি যেন সুস্পষ্ট হয়। যেমন প্রতিষ্ঠান থেকে কোনো পুরস্কার পেলে সেটি কেন পেয়েছেন সেটিও উল্লেখ করুন।
৫. জীবনবৃত্তান্তে সাম্প্রতিক সময়ে তোলা স্পষ্ট ও সুন্দর ছবি ব্যবহার করুন। ছবির পটভূমি এক রঙের হতে হবে। চুল কিংবা দাড়ি পরিপাটি থাকতে হবে ছবিতে। চেহারা বোঝা যায় এমন যে কোনো ছবি ব্যবহার করতে পারেন।
৬. নিজের দু-একটি আগ্রহ ও শখের কথা লিখতে পারেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
সেরা নিউজ/আকিব