স্পোর্টস ডেস্ক:
গেলো মৌসুমের শেষদিকে দারুণ খেলেও বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা দলে ব্রাত্যই ছিলেন আনহেল ডি মারিয়া। তবে আর্জেন্টিনার তৃতীয় ও চতুর্থ ম্যাচে সে দুর্ভাগ্য হচ্ছে না পিএসজি ফরোয়ার্ডের। প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে দুই ম্যাচের স্কোয়াডে তাকে ফিরিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
আগের দুই ম্যাচের স্কোয়াডে জায়গা না পেয়ে কিছুটা ক্ষোভও ঝেড়েছিলেন সাবেক রিয়াল ফরোয়ার্ড। বলেই বসেছিলেন, ‘আমার জায়গা না হলে তো মেসিরও জায়গা হওয়া উচিত নয়’। এবার অবশ্য ডি মারিয়াকে সে অবকাশ দেননি কোচ স্ক্যালোনি।
তবে পিএসজি ফরোয়ার্ডের মতো ভাগ্যটা সুপ্রসন্ন নয় সার্জিও আগুয়েরোর। চোটের কারণে তাকে দলে রাখা হয়নি এবারও। শুক্রবার ঘোষিত ২৫ সদস্যের দলের সবাই অবশ্য ইউরোপীয় লিগের, এদের সঙ্গে কিছুদিনের মধ্যেই যোগ করা হবে দক্ষিণ আমেরিকান লিগগুলোর খেলোয়াড়দের।
আর্জেন্টিনা আসছে ১৩ ও ১৮ নভেম্বর যথাক্রমে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ দুটো খেলবে।
আর্জেন্টিনা দল: গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্তিন মার্চেসিন।
ডিফেন্ডার : নাহুয়ান পেরেজ, নিকলাস অটামেন্ডি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস টাগ্লিয়াফিকো, ওয়াল্টার কানেমান, লুকাস মার্টিনেজ কুয়ের্তা।মিডফিল্ডার : রদ্রিগো দে পল, মার্কাস আকুনইয়া, নিকলাস ডমিঙ্গেজ, রবার্তো পেরেইরা, আলেহান্দ্রো পাপু গোমেজ, আনহেল ডি মারিয়া, লুকাস ওক্যাম্পোস, লেয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল প্যালাসিওস, জিওভানি লো সেলসো, গিদো রদ্রিগেজ।ফরোয়ার্ড : লুকাস আলারিও, লিওনেল মেসি, পাওলো দিবালা, হোয়াকিন কোরেয়া, নিকলাস ডমিঙ্গেজ, লাওতারো মার্টিনেজ।
সেরা নিউজ/আকিব