সেরা নিউজ ডেস্ক:
মার্কিন নির্বাচনের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেল। এতো দিন নিরব থাকলেও প্রথমবারের মতো জনসম্মুখে আসলেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে নবনির্বাচিত জো বাইডেনেক বিজয়ী অভিনন্দন জানানো শুরু হলেও ট্রাম্প পরাজয় মেনে নিতে নারাজ। ফলে ট্রাম্পের সমর্থনে বিভিন্ন উগ্র-ডানপন্থী গ্রুপ ওয়াশিংটনের রাস্তায় শোডাউন করার প্রস্তুতি নিচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন জানিয়েছে, নতুন করে ওয়াশিংটনের রাজপথে ট্রাম্পের সমর্থনে উগ্র-ডানপন্থী, আমেরিকান জাতীয়তাবাদী হিসেবে পরিচিতদের মহড়া দেখা যেতে পারে। প্রাউড বয়েসসহ বেশ কিছু উগ্র মিলিশিয়া গ্রুপগুলো রাস্তায় অবস্থান নিবে বলে জানিয়েছে। তাছাড়া বিভিন্ন রাজ্যে ট্রাম্পের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ হওয়ার প্রস্তুতি চলছে।
ট্রাম্প টুইট বার্তায় এসব বিক্ষোভ বা প্রতিবাদ র্যালিকে স্বাগত জানিয়ে পরিস্থিতিকে আরও উস্কে দেয়ার অভিযোগ উঠেছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও সম্ভাব্য সহিংসতার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ওয়াশিংটন রাজ্য প্রশাসন থেকে সহিংসতার বিষয়ে সতর্ক করা হয়েছে।
সেরা নিউজ/আকিব