ইন্টারন্যাশনাল ডেস্ক:
মুসলিম নারীদের পুলিশে যোগ দিতে উৎসাহিত করতে পুলিশের পোশাকে হিজাব অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। আশা করা হচ্ছে, এমন সিদ্ধান্তের ফলে দেশটির মুসলিম নারীদের পুলিশে যোগদান বৃদ্ধি পাবে। এরইমধ্যে জিনা আলী নামের এক মুসলিম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনিই হবেন দেশটির প্রথম হিজাব পরা মুসলিম পুলিশ। এ খবর দিয়েছে বিবিসি।
এ নিয়ে নিউজিল্যান্ড পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দেশের বহুজাতি গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরো বিস্তৃত পরিসরে সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। এর ফলে আরো বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে বলে তারা আশা করছে। এর আগে ২০০৬ সালে বৃটিশ পুলিশ এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল।
২০১৬ সালে স্কটল্যান্ডের পুলিশেও এমন সুযোগ সৃষ্টি হয়।
সেরা নিউজ/আকিব