ইন্টারন্যাশনাল ডেস্ক:
নিজের বড় মেয়ে ইভাঙ্কাকে অহংকারী ও দাদ্ভিক হিসেবে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইভাঙ্কার স্কুলের এবং সবচেয়ে কাছের বান্ধবী লিসান্ড্রা ওহরাস্ট্রম ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে এমন দাবি করেছেন। তিনি বলেন- ‘আমাকে গরিবদের সম্পর্কে লেখা বই কেন পড়তে বলো’ ইভাঙ্কা তাকে এমন প্রশ্ন করেছিলেন। দ্য গার্ডিয়ান।
প্রেসিডেন্ট ট্রাম্পের বড় মেয়ে ও তার উপদেষ্টা ইভাঙ্কাও বাবার মতোই অর্থ ও প্রশংসার পেছনে ছুটে বেড়ানো মানুষ।
তিনি গরিব ও অর্থাভাবী মানুষকে বাল্যকাল থেকেই ঘৃণা করেন বলেও দাবি লিসান্ড্রার। এই বান্ধবী ইভাঙ্কার বিয়ের সময়ও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুলের সবচেয়ে প্রিয় বান্ধবী ইভাঙ্কা কীভাবে বেড়ে উঠেছেন, তা উঠে এসেছে লিসান্ডার কথায়। টেল-অল এসেই নামক রচনায় ইভাঙ্কা সম্পর্কে এসব কথা লিখেন তিনি।
লিসান্ড্রা আরও লিখেন, অর্থ, যশ-খ্যাতি ইত্যাদির পেছনে দৌড়ানো ইভাঙ্কাকে শিখিয়েছেন ট্রাম্প। আবার তিনি তাকে রক্ষায় অন্য যে কোনো মানুষকে বাসের নিচে ফেলে দিতেও দ্বিধা করার মতো মানুষ নন।
লিসান্ড্রা বলেন, তাদের বয়স যখন ২০ এর কোটায়, তখন তিনি রিচার্ড রুশোর এম্পায়ার ফল নামক পুলিৎজারজয়ী বই পড়তে বলেন। বইটি শ্রমিক শ্রেণিকে নিয়ে লেখা বিধায় ইভাঙ্কা তাকে বলেন, ‘কেন আমাকে গরিবদের বই পড়তে বলছ?’
সেরা নিউজ/আকিব