সেরা টেক ডেস্ক:
আমরা সচরাচর কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। দ্রুত কোনো বিষয়ে, সেটা কম্পিউটারে কিংবা ইমেইলেই হোক না কেন, আমরা কমন কিছু পাসওয়ার্ড দিয়ে ফেলি। কিন্তু এসব কমন পাসওয়ার্ড খুবই ঝুঁকিপূর্ণ। এতে করে আপনার ফেসবুক, টুইটার, ইমেইল হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকি রয়ে যায়।
সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে যে, বিশ্বজুড়ে ইন্টারনেট সিকিউরিটি নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। কিন্তু এরপরও এসব খুব সহজ পাসওয়ার্ড ব্যবহার করছেন অনেকে।
সহজ ও সবচেয়ে বেশি ব্যবহার করা পাসওয়ার্ডগুলোর তালিকা করেছে নর্ডপাস নামে একটি পাসওয়ার্ড ম্যানেজম্যান্ট কোম্পানি। ২৭ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৫১৬টি পাসওয়ার্ডের ডেটাবেইজ বিশ্লেষণ করে এ তালিকা করেছে।
তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ড হলো-
১. password
২. 123456789
৩. picture1
৪. 123456
৫. 12345678
৬. 111111
৭. 123123
৮. 12345
৯. 1234567890
১০. iloveyou
নর্ডপাস বলেছে, এক সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে এই পাসওয়ার্ডগুলো ক্র্যাক করা সম্ভব। কিন্তু ২০১৯ সালের তুলনায় ২০২০ এসব কমন পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতা তেমন একটা কমেনি।
সূত্র: সিএনএন
সেরা নিউজ/আকিব