অনলাইন ডেস্ক:
প্রজন্মের সেরা ফুটবলার লিওনেল মেসি, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সহ বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা মজেছেন স্বর্ণখচিত আইফোনে। নিজেদের পছন্দমতো বানিয়ে নিচ্ছেন ফোনটি। খরচটাও বেশ ব্যয়বহুল। ৫ হাজার পাউন্ড। বাংলাদেশি অংকে যেটি ৫ লাখ টাকারও বেশি!
আইডিজাইন গোল্ড নামের লিভারপুলের একটি প্রতিষ্ঠান তারকা ক্রীড়াবিদদেরকেও এই ফোনটি বানিয়ে দিচ্ছে।
২৪ ক্যারেট সোনা দিয়ে মোড়ানো ফোনটি। কেবল মেসি-নেইমারই নন, স্টিভেন জেরার্ড, থিয়াগো সিলভা, কিলিয়ান এমবাপ্পেরাও সংগ্রহ করেছেন ফোনটি। যদিও সবার আগে ফোনটি কেনেন ইউএফসি চ্যাম্পিয়ন কনর ম্যাকগ্রেগর। এরপর বক্সার ফ্লয়েড মেওয়েদার, টাইসন ফিউরি হয়ে মেসি-নেইমার-এমবাপ্পেরা।
কেবল যে ফোনটি তারা ব্যবহার করছেন তাই নয়, তারকারা অন্যদেরকেও উৎসাহিত করছেন! সাধারণত বিজ্ঞাপন বাবদ বিপুল অংক আয় করলেও, একেবারে বিনাপয়সায় কোম্পানিটির প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা।
লিওনেল মেসি কিনেছেন ২৪ ক্যারেট গোল্ডের আইফোন এক্সএস ম্যাক্স ফোনটি। আইডিজাইন গোল্ডের ওয়েবসাইটে তিনি লিখেছেন, ‘আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত একটি পণ্য’।
ব্রাজিলিয়ান তারকা নেইমার লিখেছেন, বিস্ময়কর গুণগত মান। ওয়েবসাইটটিকে তিনি ফাইভ স্টার রেটিং দিয়েছেন।
কেবল তাই নয়, ক্লাবটির ইন্সটাগ্রাম পেইজের জন্য বিশ্বতারকারা হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলেছেন।
সেরা নিউজ/আকিব