অনলাইন ডেস্ক:
সৌদি আরবে অনুষ্ঠিত ভার্চুয়াল জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে ‘মহামারী মোকাবেলার প্রস্তুতি’ বিষয়ক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গলফ খেলেছেন।
সম্মেলন চলাকালে তিনি ওয়াশিংটন ডিসির ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে চলে যান। সম্মেলনের শুরুতে উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন ট্রাম্প।
সেখানে তিনি যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস মোকাবেলা প্রস্তুতি, অর্থনৈতিক পুনরুদ্ধারমূলক কার্যক্রম ও টিকা নিয়ে বক্তব্য দেন।
বক্তব্যের বেশির ভাগ অংশেই আমেরিকার শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি কথা বলেন। তিনি দাবি করেন, আমেরিকানদেরই করোনার টিকা সবার আগে পাওয়া উচিত।
যদিও এবারের জি-২০ সম্মেলনের মূল উপপাদ্য ধনী-গরিব নির্বিশেষে সব দেশে, সবার জন্য টিকা সরবরাহ নিশ্চিত করা।
সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ সম্মেলন শুরু করার সময় ভিডিও কনফারেন্সে অন্য নেতাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ট্রাম্প। তবে খুব কম সময়ই তিনি স্ক্রিনে মনোযোগ দেন।
বাদশার বক্তব্য চলাকালে টুইটারে সময় কাটান ও নির্বাচনে জালিয়াতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সম্মেলন বাদ দিয়ে টুইটারে ব্যস্ত থাকা ও গলফ খেলায় ট্রাম্পের ব্যাপক সমালোচনা হয়েছে।
সেরা নিউজ/আকিব