সেরা টেক ডেস্ক:
অ্যান্ড্রয়েড মেসেজিং অ্যাপের জন্য বড় ধরনের গোপনীয়তা ফিচার নিয়ে আসছে গুগল। টেক্সট পাঠানোকে আরও নিরাপদ করতে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফিচারটি চলে এলে গুগল বা তৃতীয় পক্ষের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মেসেজ পড়তে পারবে না।
বৃহস্পতিবার ওই গোপনতা ফিচার আনার ব্যাপারে গুগল জানিয়েছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদনে।
গত বছর গুগল নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের মেসেজিং সেবাকে ঢেলে সাজিয়েছে। রশিদ পড়া ও সূচক টাইপ করার মতো আধুনিক বিষয়গুলো সেবাটিতে যোগ করেছে।
উল্লেখ্য, অ্যাপলের আইমেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে আগে থেকেই রয়েছে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন।
সেরা নিউজ/আকিব