নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের একনেক সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক নিরাপত্তা তদারকি করার লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেছেন দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যায় কিনা সে বিষয়ে দেখতে।
তিনি বলেন, এখনো এই বিদ্যুৎকেন্দ্র কোথায় করা হবে স্থান নির্ধারণ হয়নি৷ মাত্র প্রধানমন্ত্রী বলেছেন। তবে প্রধানমন্ত্রী যখন বলেছেন সেহেতু দক্ষিণাঞ্চলে এটা করা হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দশ তলা একটি ভবন ঢাকায় করার কথা ছিল। কিন্তু সেটি ঢাকায় না করে সাভারে করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ সাভারে পরমাণু শক্তি কমিশনের নিজস্ব জমি রয়েছে। এ কারণে এ প্রকল্পের ব্যয়ও কিছুটা কমবে।
এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে প্রায় ১১,৪৬৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রায় ৮,২৭১ কোটি ২৩ লাখ টাকা এবং বৈদেশিক অনুদান ২৬৭ কোটি ১১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২৯২৮ কোটি ৭৯ লাখ টাকা।
সেরা নিউজ/আকিব