সেরা টেক ডেস্ক:
বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এলন মাস্কের নাম। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের পাশাপাশি দ্বিতীয় শীর্ষ ধনীর মুকুট এখন তার দখলে।
সোমবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ-ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স প্রকাশ করেছে। এতেই বিশ্বের দ্বিতীয় ধনীর স্বীকৃতি দেওয়া হয়েছে মাস্ককে।
ব্লুমবার্গ জানিয়েছে, শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ অন্তত ১৮ হাজার দুইশ’ মার্কিন ডলার। আর মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার আটশ’ কোটি ডলারে।
ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা’র প্রধান নির্বাহী মাস্ক বছরের শুরুতে ছিলেন তালিকার ৩৫ নম্বরে। তালিকায় তার দ্বিতীয়তে আসার পেছনে জোড়ালোভাবে কাজ করেছে শেয়ারের উচ্চ মূল্য। হু হু করে টেসলা মোটরের শেয়ারের দাম বাড়তে থাকলে বাড়ে তার সম্পদের পরিমাণও।
সেরা নিউজ/আকিব