ইন্টারন্যাশনাল ডেস্ক:
সৌদি আরবে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিগত মাসগুলোর চেয়ে কিছুটা কম হলেও আবার তা বাড়তে শুরু করেছে। দেশটিতে বসবাসকারী আক্রান্তদের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদিতে বসবাসকারী সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। কর্মকর্তারা আশা করছেন,আগামী ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবেন।
সৌদি আরবের দৈনিক করোনাভাইরাস সংক্রান্ত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী জানান, ভ্যাকসিনগুলো নিরাপদ ও কার্যকর হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
সেরা নিউজ/আকিব