সেরা টেক ডেস্ক:
‘ট্রুকলার’-এর বিকল্প হিসেবে নিজেদের কলিং অ্যাপটিকে ঢেলে সাজিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। নাম বদলে হয়েছে ‘গুগল কল’।
শুধু ফোন করা বা রিসিভ করাই নয়, নতুন এ অ্যাপটি কলারের নাম, কোন এলাকার নম্বর তাও জানিয়ে দিতে পারবে বলে দাবি করছে বিশ্বের একাধিক গ্যাজেট সংক্রান্ত তথ্যপ্রদানকারী সংস্থাগুলো।
ফলে সরাসরি এর প্রতিদ্বন্দ্বিতা হবে সুইডিশ সংস্থা ‘ট্রুকলার’-এর সঙ্গে। এক ‘রেডইট’ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ইউটিউবে ‘গুগল কল’-এর বিজ্ঞাপনটি প্রথম দেখেন। তিনিই নেটিজেনদের এ বিষয়ে জানিয়েছেন। বিজ্ঞাপনটিতে নাকি অ্যাপটি ডাউনলোডের লিঙ্কও দেয়া ছিল। ফোনবুকে সেভ না থাকা নম্বর থেকে ফোন এলে সেই নম্বর ব্যবহারকারীর তথ্য দেয় ‘ট্রুকলার’।
ব্যবহারকারী নিজে ‘ট্রুকলার’-এ প্রোফাইল খুলতে পারেন। প্রোফাইল না থাকলে অন্য স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে সংশ্লিষ্ট নম্বরটি যে নামে সেভ করেছেন সেই নামই তৃতীয় পক্ষের রিসিভারকে দেখিয়ে দেয় ‘ট্রুকলার’। এ বিশেষ পরিষেবার জন্য ইতোমধ্যেই গোটা বিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়েছে অ্যাপটি।
সেরা নিউজ/আকিব