স্পোর্টস ডেস্ক:
দিয়েগো ম্যারাডোনা নেই- খবরটি পুরো বিশ্বে ছড়িয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট। ফুটবলের এ মহানায়কের মৃত্যুর পর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব। শোক আর শোক। যে যার মতো করে এই ফুটবল ঈশ্বরের জন্য শোক প্রকাশ করছেন।
ফুটবল খেলে মহাতারকা হয়েছিলেন ম্যারাডোনা। জীবদ্দশায় নানা কাণ্ড ঘটিয়ে আলোচিত-সমালোচিত হয়েছিলেন এই আর্জেন্টনাইন কিংবদন্তি। তিনি ফুটবল খেলে বিশ্বময় কোটি কোটি মানুষের মন জয় করলেও সব খেলার মানুষেরই প্রিয় ব্যক্তিত্ব ছিলেন আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ ট্রফি এনে দেয়া এই সুপারস্টার।
আর্জেন্টিনা থেকে ইতালি, ব্রাজিল থেকে জার্মানি- প্রতিটি দেশের মানুষই শোকে কাতর ম্যারাডোনার মৃত্যুতে। বাংলাদেশেও রয়েছে ম্যারাডোনার লাখ লাখ ভক্ত। তাদের একজন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।
ম্যারাডোনার মৃত্যু সংবাদের পর জাতীয় সংসদের এই সদস্য তার ভেরিফাইড ফেসবুক পেজে শোক জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে মাশরাফি ম্যারাডোনাকে সামনে থেকে দেখতে না পারার কষ্টের কথা লিখেছেন।
মাশরাফির স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘শোকের পরে শোক চলছে।
তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না।
ব্যক্তিজীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।
তোমার বাঁ-পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন।
ভালো থেকো ওপারে যাদুকর।
দি ড্রিবলিং মাস্টার
দিয়েগো আরমান্দো মারাদোনা (RIP)’
সেরা নিউজ/আকিব