অনলাইন ডেস্ক:
পোষা কুকুর মেজরের সঙ্গে খেলতে গিয়ে বাইডেনের পায়ের পাতায় চিড় ধরেছে। রোববার বাইডেনের অফিস থেকে বলা হয়, পায়ে আঘাত পাওয়ায় বাইডেন অর্থোপেডিস্টের শরণাপন্ন হয়েছেন।
তার পায়ের এক্সরে ও সিটি স্ক্যান করানো হয়েছে। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন তার শুধু গোড়ালি মচকেছে। এরপর তার পায়ের আঘাতের বিস্তারিত জানতে তারা স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন।
পৃথক বিবৃতিতে বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর বলেন, পড়ে গিয়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুলপরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়।
আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ ‘হাঁটার বুট’ ব্যবহার করতে হতে পারে।
এদিকে এ ঘটনা জেনে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে বাইডেনের সুস্থতা কামনা করেন। বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করে টুইটে তিনি লেখেন, ‘শিগগিরই সুস্থ হয়ে উঠুন!’
২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন। দেশটির ইতিহাসে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট। ২০ নভেম্বর তিনি তার ৭৮তম জন্মদিন পালন করেছেন।
সেরা নিউজ/আকিব