ভার্চুয়ালে ফোবানার নির্বাচন: চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী, নির্বাহী সচিব মাসুদ রব - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ভার্চুয়ালে ফোবানার নির্বাচন: চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী, নির্বাহী সচিব মাসুদ রব - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

ভার্চুয়ালে ফোবানার নির্বাচন: চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী, নির্বাহী সচিব মাসুদ রব

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক: ৩৩ বছরের পুরোনো ইতিহাস ভেঙে শতভাগ ভোটারের উপস্থিতিতে ফোবানার চেয়ারপার্সন পদে জাকারিয়া চৌধুরী ও চেয়ারম্যান পদে আহসান চৌধুরী চৌধুরী জয়লাভ করেছেন। মাত্র ৩ ভোটের ব্যাবধানে প্রতিদ্বন্দি মোহাম্মদ আলমগীরকে হারিয়ে চেয়ারপার্সন নির্বাচিত হন জাকারিয়া চৌধুরী। কোভিড-১৯ কালীন পরিস্থিতিতে গত ২৯ নভেম্বর ভার্চুয়ালে অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচনে ৬১ জন ভোটারের সকলেই অংশগ্রহন করেন। যা ফোবানার ৩৩ বছরের ইতিহাসে একটি বিরল ঘটনা। স্থানীয়রা মনে করছেন বাংলাদেশি আমেরিকানদের কাছে পুনরায় প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে ফোবানা। নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়

ভাইস চেয়ারম্যান পদে ড. আহসান চৌধুরী পেয়েছেন ২২ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী এম রহমান জহীর-২১ এবং দিলু মাওলা পেয়েছেন ১৮ ভোট। নির্বাহী সচিব হিসেবে জয়ী মাসুদ রব চৌধুরী পেয়েছেন সর্বোচ্চসংখ্যক ৩৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ড. রফিক খান পেয়েছেন মাত্র ২৩ ভোট।

যুগ্ম নির্বাহী সচিব আরিফ আহমেদ পেয়েছেন ২৫ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী খালেদ রব-২১ ভোট এবং আবির আলমগীরপেয়েছেন ১৫ ভোট। ট্রেজারার পদে বিজয়ী নাহিদ খান পেয়েছেন ৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কীরণ কবীর পেয়েছেন ২৬ ভোট। নির্বাচনে আউস্ট্যান্ডিং মেম্বার হিসেবে জয়ী হয়েছেন ডিউক খান, আতিকুর রহমান, হাসমত মোবিন, নাহিদ চৌধুরী মামুন, এ টি এম আলম, সাদেক খান,আরেফিন বাবুল, রেহান রেজা। পদাধিকার বলে মেম্বার হয়েছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।

ফলাফল অনুযায়ী, মাত্র ৩ ভোটের ব্যবধানে অর্থাৎ ৩২ ভোট পেয়ে চেয়ারপার্সন হিসেবে জয়ী হয়েছেন জাকারিয়া চৌধুরী। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলমগীর। তিনি পেয়েছেন ২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ড. আহসান চৌধুরী পেয়েছেন ২২ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী এম রহমান জহীর-২১ এবং দিলু মাওলা পেয়েছেন ১৮ ভোট। নির্বাহী সচিব হিসেবে জয়ী মাসুদ রব চৌধুরী পেয়েছেন সর্বোচ্চসংখ্যক ৩৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ড. রফিক খান পেয়েছেন মাত্র ২৩ ভোট।

যুগ্ম নির্বাহী সচিব আরিফ আহমেদ পেয়েছেন ২৫ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী খালেদ রব-২১ ভোট এবং আবির আলমগীরপেয়েছেন ১৫ ভোট। ট্রেজারার পদে বিজয়ী নাহিদ খান পেয়েছেন ৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কীরণ কবীর পেয়েছেন ২৬ ভোট। নির্বাচনে আউস্ট্যান্ডিং মেম্বার হিসেবে জয়ী হয়েছেন ডিউক খান, আতিকুর রহমান, হাসমত মোবিন, নাহিদ চৌধুরী মামুন, এ টি এম আলম, সাদেক খান,আরেফিন বাবুল, রেহান রেজা। পদাধিকার বলে মেম্বার হয়েছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।

ফলাফল জানাতে গিয়ে নির্বাচন কমিশনার তার বক্তব্যে নির্বাচনকে সুষ্ঠু হিসেবে অভিহিত করেছেন। গ্রুপিং ভুলে ঐক্কবদ্ধভাবে বাংলাদেশি আমেরিকানদের পক্ষে কাজ করে যাওয়ার জন্য দুই পক্ষকেই আবেদন জানান তিনি

উল্লেখ্য কানাডা এবং আমেরিকায় বসবাসরত ১৫ লাখের মত প্রবাসীর বাঙালি সংস্কৃতি লালন এবং নতুন প্রজন্মে তা বিকাশের অভিপ্রায়ে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে ফোবানা। এই প্রথম তুলনামূলকভাবে কম বয়সী চেয়ারপার্সন পেল সংগঠনটি। এর ফলে ফোবানার কার্যক্রমে প্রবাস প্রজন্মের সম্পৃক্ততার পথও সুগম হলো বলে মনে করছেন অনেকে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360