সেরা ডেস্ক রিপোর্ট: চীনের উহান শহর থেকে ছড়িয়ে পরা কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের ১ বছর পার হলেও এখনো সাধারনের নাগালে আসেনি কোভিড-১৯ ভ্যাকসিন। তবে আশার আলো দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মডার্নার ভ্যাকসিন। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝিই নিউইয়র্কে করোনা ভ্যাকসিন সরবারহের প্রত্যাশা করছে নিউইয়র্ক সিটির প্রশাসন। রাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুওমোর এক টুইটের মাধ্যমে জানান ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নিউইয়র্কে প্রথম ধাপে করোনা ভ্যাকসিন বিতরন করা উচিত। প্রথমেই ফাইজারের ভ্যাকসিনের ১ লাখ ৭০ হাজার ডোজ নেয়া হবে বলে জানান তিনি। তার টুইটে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে উচ্চ ঝুকিপূর্ন ব্যক্তিরা এবং ফ্রন্ট লাইনাররা পাবেন।
সেরা টিভি/আকিব