অনলাইন ডেস্ক:
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কূটনীতিকের বরাতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি এমন ইঙ্গিত দিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। সম্প্রতি মসকটে মার্কিন কূটনীতিক ডেভিড শ্যাঙ্কারের সফরকালে এ বিষয়ে আলোচনা হয় বলে জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার সম্ভাবনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই বিষয়টি তোলা হয়েছে। সৈয়দ বদর আল বুসাইদি বলেন, আমার প্রশ্ন হচ্ছে (যুক্তরাষ্ট্রের) ওই সিদ্ধান্ত কি ইয়েমেনের সংঘাতের সমাধান করতে যাচ্ছে? নাকি ওই গোষ্ঠীটিসহ সবাইকে আলোচনায় আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে জাতিসংঘের দূত যেভাবে চেষ্টা করছেন তাকে সত্যিকার সমর্থন দেয়াই বেশি ভালো হবে। তিনি বলেন, সংঘাতের প্রধান এক খেলোয়াড়কে তালিকাবদ্ধ বা অবরুদ্ধ করার মাধ্যমে এবং তাদের আলোচনার টেবিলে না এনে কোনো সমাধান পাওয়া যাবে বলে আমি মনে করি না।
২০১৪ সাল থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। এ পর্যন্ত সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষে বেসামরিক লোকজনসহ এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের হটাতে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে যোগ দেয় সৌদি জোট। এ কারণে প্রায়ই সৌদি আরবে হামলা করে প্রতিশোধ নেন হুতি বিদ্রোহীরা।
সেরা টিভি/আকিব