বিনোদন ডেস্ক:
মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং আটকে গিয়েছিলো। আলোচিত এ সিনেমাটির শুটিং কোথায় হচ্ছে বা কবে হচ্ছে তা নিয়ে একটা সংশয় তৈরি হয়। সব সংশয় কাটিয়ে এবার নতুনভাবে শুরু হচ্ছে যৌথ প্রযোজনার এই সিনেমাটি। জানা গেছে, বাংলাদেশে শুটিং করার কথা থাকলেও ভারতের মুম্বইয়ে সিনেমাটির শুটিং হতে যাচ্ছে। নতুন বছর জানুয়ারি মাসেই এর শুটিং হবে। মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। একই সঙ্গে সিনেমাটির একাধিক অভিনয় শিল্পী শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছেন। ‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে করবেন নুসরাত ইমরোজ তিশা।
সিনেমা পরিচালনার দায়িত্ব আছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।
সেরা টিভি/আকিব