বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে আজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ শুরু - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে আজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ শুরু - Shera TV
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে আজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ শুরু

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার অনুমোদন পাওয়ার পর সেখানে আজ সোমবার থেকে টিকাটির প্রয়োগ শুরু হচ্ছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এই কার্যক্রম তদারক করবে। এদিকে চীনের সিনোভ্যাক উদ্ভাবিত টিকার ১২ লাখ ডোজ রবিবার ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। চলতি সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের শরীরে দেশটির তৈরি টিকা স্পুিনক ভি-এর প্রয়োগ শুরু হয়েছে।

গত ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর দ্বিতীয় দেশ হিসেবে গত শুক্রবার এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় বাহরাইন। প্রতিবেশী ভারতেও টিকার অনুমোদন চেয়েছে ফাইজার। এই টিকার অনুমোদনের জন্য করা আবেদন নিয়ে ১০ ডিসেম্বর পর্যালোচনায় বসবে যুক্তরাষ্ট্র।

বিবিসি বলছে, যুক্তরাজ্যে আজ শুরু হতে যাওয়া করোনার টিকা কার্যক্রমকে দেশটির টিকার ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের কার্যক্রম হিসেবে বলা হচ্ছে। শুরুতে করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ার হোমের কর্মীরা টিকা পাবেন। ইংল্যান্ডে টিকা দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডেও আজ থেকে টিকা প্রদান শুরু হবে। এসব জায়গায়ও হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে।

এনএইচএসের ন্যাশনাল মেডিক্যাল ডিরেক্টর অধ্যাপক স্টিফেন পাওস বলেন, ‘অনেক জটিলতা সত্ত্বেও করোনার টিকার প্রথম ব্যাচ সোমবার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। মঙ্গলবার টিকার প্রয়োগ শুরু হবে।’ তিনি এ-ও বলেছেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। যাদের এই টিকা প্রয়োজন তাদের সবাইকে টিকা দিতে অনেক মাস সময় লেগে যেতে পারে।

গত বৃহস্পতিবার বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে এসে পৌঁছে ফাইজারের তৈরি করোনার টিকা। স্থানীয় গণমাধ্যম বলছে, বেলজিয়াম থেকে ইউরো টানেল হয়ে যুক্তরাজ্যে পৌঁছে টিকার এই চালান। কয়েকটি ট্রাকে করে পরিবহনের সময় যানবাহনের গায়ে কিছু লেখা ছিল না। পরে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের কিছু গোপন স্টোরে টিকা পাঠানো হয়। যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৪) কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেবেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের শুরুকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। করোনাভাইরাস রুখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এনএইচএসের টিকা প্রদান কার্যক্রমের সময় সবাইকে স্থানীয় বিধি-নিষেধ অনুসরণ করতেও বলেছেন তিনি।

এম-আরএনএ প্রযুক্তিতে তৈরি এই টিকা নিয়ে শুরুর দিকে তেমন সমর্থন পায়নি ফাইজার। এ সময় তাদের পাশে দাঁড়ায় জার্মান সংস্থা বায়োএনটেক। ফাইজারের তুলনায় যদিও ছোট সংস্থা বায়োএনটেক। কিন্তু যুক্তরাজ্যে তাদের তৈরি টিকা ছাড়পত্র পাওয়ার পরেই রাতারাতি বিশ্বের প্রথম ৫০০ ধনীর তালিকায় উঠে এসেছে বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা উগর সাহিনের নাম। এই সপ্তাহে সংস্থাটির শেয়ারদর বেড়েছে ৮ শতাংশ।

বহুজাতিক ওষুধ কম্পানি ফাইজারের করোনা টিকার সাফল্যের খবরে চাঙ্গা হয়ে উঠেছে বিশ্ব শেয়ারবাজার। ফাইজার গতকাল সোমবার সকালে দাবি করে, তাদের করোনা টিকার সাফল্য ৯০ শতাংশ। এই দাবির পর প্রথম চাঙ্গা ভাব দেখা যায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। করোনাভাইরাসের মতোই দ্রুত যেন সেই প্রভাব সংক্রমিত হয়েছে বিশ্বের বড় সব শেয়ারবাজারেও। তবে শেয়ারবাজারের এই সংক্রমণ ছিল আনন্দের।

ইন্দোনেশিয়া পৌঁছল চীনের ১২ লাখ টিকা

চীনের সিনোভ্যাকের ১২ লাখ ডোজ করোনা টিকা পেয়েছে ইন্দোনেশিয়া। গত রবিবার বেইজিং থেকে বিমানযোগে এসব ভ্যাকসিন জাকার্তায় পৌঁছে। এ ছাড়া ইন্দোনেশিয়া আরো ১৮ লাখ ডোজ টিকা আগামী মাসে নেবে।

চীনের নিয়ন্ত্রক সংস্থা এখনো তার দেশের কোনো কম্পানির ভ্যাকসিন গণব্যবহারের অনুমোদন দেয়নি। তবে জরুরি ব্যবহারের জন্যে চূড়ান্ত পর্যায়ের কিছু ভ্যাকসিনের অনুমোদন তারা দিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো চীনের টিকা পাঠানোকে স্বাগত জানিয়েছেন।

গতকাল ইন্দোনেশিয়ার কভিড-১৯ প্রতিরোধ দলের প্রধান এয়ারলাঙ্গা হার্তার্তো বলেছেন, প্রথম ব্যাচের এসব টিকা ফুড অ্যান্ড ড্রাগ এজেন্সি পরীক্ষা করে দেখবে। এসব টিকা স্বাস্থ্যকর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

বিশ্ব পরিস্থিতি

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ-অঞ্চলে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি ৭৯ লাখে। এ সময়ে সেরে উঠেছে চার কোটি ৬৯ লাখ রোগী। আর প্রাণ হারিয়েছে ১৫ লাখ ৪৯ হাজার। সূত্র : বিবিসি, এএফপি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360