সেরা টেক ডেস্ক: |
যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিষয়ক অ্যাপ ট্রিপঅ্যাডভাইজরসহ ১০৫টি অ্যাপ তাদের অ্যাপ স্টোর থেকে মুছে দিয়েছে চীন। যেসব অ্যাপ মুছে দেওয়া হয়েছে; এর অধিকাংশই চীনের।
পর্নোগ্রাফি, পতিতাবৃত্তি, জুয়া ও সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইনের অংশ হিসেবে এসব অ্যাপ মুছে দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
সাইবারস্পেস অ্যাডমিনেস্ট্রশন অব চায়নার তথ্যানুযায়ী, মুছে ফেলা এই অ্যাপগুলো সাইবার আইন অবমাননা করেছে। তবে এর বিস্তারিত কিছু জানায়নি তারা।
যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ হয়েছে সম্প্রতি, সে প্রতিক্রিয়ায় চীনও দেশটির অ্যাপ বন্ধ করলো কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কী কারণে ট্রিপঅ্যাডভাইজর মুছে দেওয়া হয়েছে তা নিয়ে কোনও বক্তব্য দেয়নি চীনা কর্তৃপক্ষ।
গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের ‘সাইবার দ্বন্দ্ব’ চলছে। মার্কিন প্রেসিডেন্ট যখন টিকটক নিষিদ্ধের ঘোষণা দেন, তখন এর প্রতিক্রিয়ায় নিজেদের প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছিল চীন।
সেরা টিভি/আকিব