নিজস্ব প্রতিবেদক:
টানা তিন কার্যদিবসে অব্যাহত দর পতন শেষে বুধবার (৩০ অক্টোবর) ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। দিনশেষে বাজারের তালিকাভুক্ত ১৫টি কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- স্টাইল ক্রাফট, আমরা নেটওর্য়াকস, ইমাম বাটন, ন্যাশনাল টিউবস, ইয়াকিন পলিমার, গ্লোবাল হ্যাভি কেমিক্যাল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, অরামিট সিমেন্ট, সোনারগাঁ টেক্সটাইল, জিবিবি পাওয়ার, বিডি ওয়েল্ডিং, মোজাফ্ফর হোসেন স্পিনিং, আমরা নেটওয়ার্ক, ফ্যামিলি টেক্স ও কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
জানা যায়, কোমশেয়াহোল্ডারদের জন্য বড় ডিভিডেন্ড এবং ব্যবসা সম্প্রসারণের ঘোষণা আসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী কোম্পানি স্টাইল ক্রাফটের শেয়ারের দামে বড় উত্থান হয়েছে।
ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে বুধবার লেনদেন শুরু থেকেই কোম্পানিটির শেয়ার দাম বাড়তে থাকে। এতে লেনদেনের শুরুতেই প্রতিষ্ঠানটির শেয়ার দাম এক লাফে ৮৫০ টাকায় উঠে যায়।
মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দাম ছিল ৫৭৬ টাকা। অর্থাৎ একদিনেই স্টাইল ক্রাফটের দাম ২৭৪ টাকা পর্যন্ত বাড়ে। লেনদেনের শেষ পর্যন্ত কোম্পানির শেয়ার দামের এই উল্লম্ফন না টিকলেও আগের দিনের তুলনায় শেয়ার দাম ২৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭৪১ টাকায় দাঁড়িয়েছে। লেনদেন শেষের মূল্য বিবেচনায় নিলেও একদিনে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬৫ টাকা।
শেয়ার দামের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনেও দাপট দেখিয়েছে স্টাইল ক্রাফট। ডিএসইতে দিনভর কোম্পানিটির ২৬ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটি।
এর আগে গত হিসাব বছরেও লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ার দামে বড় উত্থান হয়েছিল। গতবছর ৪১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটির শেয়ার দাম ৪,৫০০ টাকা পর্যন্ত উঠেছিল।
বাদবাকি কোম্পানির তালিকা নিম্নে দেওয়া হলো-
সেরা নিউজ/আকিব