অনলাইন ডেস্ক:
এক মিলিয়ন মার্কিন ডলারের এক জোড়া জুতা। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় সাড়ে আট কোটি টাকার বেশি। শুনে অবাক লাগলেও সত্যিই এক জোড়া স্নিকারসের এমনই দাম প্রত্যাশা করছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান সোদবি। এর জিজাইন করেছে অ্যাডিডাস ও জার্মান প্রতিষ্ঠান মেইসেন।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, নিলামকারী প্রতিষ্ঠান সোদবির ধারণা, বিশেষ এই জুতা জোড়ার দাম ১০ লাখ ডলার পর্যন্ত হতে পারে। এর আগে আর কোনো জুতা এতো দামে বিক্রি হয়নি। এবারই প্রথম মার্কিন ডলারের ৭ অংকে পৌছাচ্ছে কোনো জুতার দাম।
জানা যায়, অনন্য এই চামড়ার জুতা অ্যাডিডাসের জনপ্রিয় জেডএক্স ৮০০০ মডেলের। আর এর ওপর নিপুণ কারুকাজ করেছেন মেইসেনের কারিগরা। এর আগে চলতি বছর আগস্ট মাসে নাইকি এয়ার জর্ডানের এক জোড়া জুতা বিক্রি হয়েছে ৬ লাখ ১৫ হাজার ডলারে। তবে অ্যাডিডাস ও মেইসেনের যে জুতা জোড়ার এত দাম, তা কিন্তু ঠিক পায়ে পরে চলাফেরার উপযোগী নয়। বরং শৈল্পিক দিকই হলো এই জুতার অনন্য বৈশিষ্ট্য।
অনলাইনে এই নিলাম আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে জানা গেছে।
সেরা টিভি/আকিব