দুই ফুটেরও বেশি বরফের স্তরে ঢেকে যেতে পারে নিউইয়র্ক - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
দুই ফুটেরও বেশি বরফের স্তরে ঢেকে যেতে পারে নিউইয়র্ক - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

দুই ফুটেরও বেশি বরফের স্তরে ঢেকে যেতে পারে নিউইয়র্ক

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে চলতি বছরের তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার বিকাল থেকে শুরু হওয়া তুষারঝড় চলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।

নিউ ইয়র্কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দুই ফুটেরও বেশি বরফের স্তরে ঢেকে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ৮ ঘণ্টার লাগাতার তুষারপাতে ইতিমধ্যে অন্তত দেড় শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

রাস্তায় যানবাহন আটকে আছে, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস বন্ধসহ বহু বিমানের সময়সূচি বাতিল করা হয়েছে। চলতি বছরে এটাই প্রথম বড় তুষারপাত বলে স্থানীয়রা উল্লেখ করেছেন।

আবহাওয়া কর্মকর্তারা জানান, বাফেলো নগরীর অনেক এলাকা ইতিমধ্যে দুই ফুট বরফের নিচে ঢাকা পড়েছে। তুষারপাতের কারণে পশ্চিম নিউ ইয়র্কের বেশ কিছু শহরের শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের রাস্তাঘাট ও ঘরবাড়ি বরফে ঢাকা পড়েছে। এতে বহু লোক বিভিন্ন স্থানে আটকা পড়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা সেখানে আরো প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। তুষারপাতের সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বাফেলোর অধিকাংশ বাসিন্দাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এতে যান চলাচলে অনেক ব্যাঘাত ঘটছে।

নিউ ইয়র্ক সিটি এবং কেনাটিকেটের কিছু অংশে ১৪ ইঞ্চি বরফের স্তরে ঢাকা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ নিউ ইয়র্ক ঢেকে যেতে পারে ১৬ ইঞ্চি বরফের স্তূপে। এক ফুট বা তার বেশি বরফ পড়লেই তা হবে চার বছরের মধ্যে রাজ্যটিতে সবচেয়ে বেশি তুষারপাত।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360