স্টাফ রিপোর্টার:
রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের কাজ করার সময় এ বোমাটি পাওয়া যায়।
এ নিয়ে একই ওজনে ও আকারের ৩টি বোমা উদ্ধার করা হলো। সম্প্রতি একই এলাকা থেকে পৃথক সময়ে আরো দুটি বোমা উদ্ধার করা হয়।
আরো পড়ুন : ‘আমার শোকজের কথা শুনলে জিয়াউর রহমান কবর থেকেও লজ্জা পাবেন’
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। বোমাটি ধ্বংস করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে পাওয়া দুটি বোমাগুলোর মতো এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
সেরা টিভি/আকিব