কংগ্রেসে ৯০০ বিলিয়ন ডলারের কোভিড রিলিফ বিল পাস - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
কংগ্রেসে ৯০০ বিলিয়ন ডলারের কোভিড রিলিফ বিল পাস - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

কংগ্রেসে ৯০০ বিলিয়ন ডলারের কোভিড রিলিফ বিল পাস

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক:

দীর্ঘ ৫ মাস অপেক্ষার পর সোমবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে পাস হয়েছে কোভিড রিলিফ প্যাকেজ বিল। ৯০০ বিলিয়ন ডলারের এই বিলটি হাউস ও সিনেটের অনুমোদন পাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই তা বিলে রূপ নেবে।

নতুন এই বিলে করোনা ভাইরাসকালে চাকরি হারানো বেকার আমেরিকানরা ১ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে ৩০০ ডলার বর্ধিত বেকার ভাতা, ৬০০ ডলারের এককালীন প্রণোদনা, কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণসহ সুদুরপ্রসারী সুবিধা রাখা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডেস্কে পৌঁছে গেলেই এই বিলটিতে স্বাক্ষর করবেন।

কংগ্রেসে ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতাদের কয়েক মাসের তীব্র পক্ষপাতমূলক অচলাবস্থা শেষে রবিবার তারা একটি চুক্তিতে পৌঁছান। দ্বিপক্ষীয় আলোচনার পরে রিলিফ প্যাকেজ ছাড়াও নতুন অর্থবছরের জন্য ফেডারেল এজেন্সিগুলিকে তহবিল সরবরাহের জন্য এক বিশাল ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার সরকারি তহবিল বিল পাস হয়েছে।

নতুন প্রণোদনায় প্রাপ্তবয়স্কের জন্য সরাসরি এককালীন ৬০০ ডলার প্রদান, অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য এককালীন সরাসরি ৬০০ ডলার, প্রতি সপ্তাহে ৩০০ ডলার বর্ধিত বেকার ভাতা, এছাড়া পেচেক প্রোটেকশন প্রোগ্রামের প্রায় ২৮৪ বিলিয়ন ডলার, বাড়ি ভাড়া সহায়তাতে ২৫ বিলিয়ন ডলার, উচ্ছেদের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো এবং স্কুল ও কলেজগুলির জন্য ৮২ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল চুক্তিটি ঘোষণার পর রবিবার রাতে বলেছিলেন, ‘আমরা শেষ অবধি আমাদের জাতির দীর্ঘকাল যা শোনার দরকার ছিল তা জানাতে পেরেছি। ’

এর আগে চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসকালে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের প্রথম প্রণোদনা প্যাকেজ পাস হয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360