ইন্টারন্যাশনাল ডেস্ক:
কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে তার সরকারের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠানে সম্মতি দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি রোববার এক টুইটে এ খবর নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় আফগান প্রতিনিধি দলের নেতা আবদুল্লাহ আবদুল্লাহর আবেদন এবং দ্বিতীয় দফা আলোচনা যথাসময়ে শুরু করার স্বার্থে প্রেসিডেন্ট ঘানি এ বিষয়ে সম্মতি জানিয়েছেন।
তবে দ্বিতীয় দফার পরও যদি আলোচনা অব্যাহত রাখতে হয় তাহলে তা আফগানিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে হবে বলে জানান সিদ্দিকি।
এর আগে আবদুল্লাহ আবদুল্লাহ বলেছিলেন, আলোচনার স্থান নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্তহীনতার কারণে যেন মূল আলোচনা পিছিয়ে না যায়।
তিনি কাতারের রাজধানী দোহায় দ্বিতীয় দফা আলোচনার ব্যাপারে নিজের অনাপত্তির কথাও জানান। আগামী ৫ জানুয়ারি এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দফার আলোচনা তিন মাস ধরে চলে।
সেরা টিভি/আকিব