সেরা টেক ডেস্ক:
করোনাভাইরাস পরিস্থিতিতে ফেসবুকের মেসেঞ্জারের ব্যবহার বেড়েছে। মেসেঞ্জারে বার্তা আদান–প্রদানের সুবিধাটিকে আরও ব্যক্তিগত রাখার জন্য বিশেষ নিরাপত্তা ফিচার যুক্ত করার পরিকল্পনা করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
মেসেঞ্জার নিয়ে এসেছে আপনার চ্যাট গোপন করে রাখার নতুন পদ্ধতি। খুব সহজে এই পদ্ধতি প্রয়োগ করে যে কোনো বিড়ম্বনাময় পরিস্থিতি থেকে সহজেই নিস্তার পেতে পারেন।
সেই সুবিধাটি নেওয়ার জন্য মেসেঞ্জারে গিয়ে আপনার ছবির উপর টাচ করুন, যা সাধারণত উপরের বাঁ দিকে থাকে। অ্যান্ড্রয়েড বা আইওএসের ভিন্ন ভিন্ন সংস্করণে এই ছবির অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে। এতে কোনো সমস্যা নেই।
আপনার প্রোফাইল ছবির উপর টাচ করার পর প্রাইভেসি বলে একটি অপশন পাবেন। সেটি থেকে অ্যাপ লক অপশনে গিয়ে অন করে দিন। এ ক্ষেত্রে আপনার ফোনে যে কটি নিরাপত্তা ব্যবস্থা আছে, তার মধ্যে সবচেয়ে সেরাটি ব্যবহার করতে পারবেন।
অর্থাৎ আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট লক ও ফেইসলক উভয়টি থাকে, তাহলে আপনি ফেইসলক বেছে নিতে পারবেন। এ দুটির কোনোটি না থাকলে পিন বা পাসওয়ার্ড দিয়েও মেসেঞ্জার লক করে রাখতে পারবেন।
এই সেবা চালু করার সময় আপনি চারটি অপশন বেছে নিতে পারবেন: মেসেঞ্জার থেকে অন্য অ্যাপেই গেলেই কি মেসেঞ্জার লক হবে, তা নির্ধারণ করতে পারবেন; কিংবা এক মিনিট পর লক হবে, ১৫ মিনিট বা এক ঘণ্টা পর লক হবে, এইগুলো নির্ধারণ করে দিতে পারবেন।
সেরা টিভি/আকিব