চট্টগ্রাম ব্যুরো:
সামাজিক যোগাযোগ মাধ্যমে মলিন মুখের ছবিতে ভাইরাল হওয়া সাবেক ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন রানা আর নেই।
শুক্রবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নিজ বাড়ি তিনি শেষ নিশ্বাস ত্যগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মিছবাহ আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আগের দুর্ঘটনাজনিত একটি সমস্যা সম্প্রতি নতুন করে দেখা দেয়া ছাড়াও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। আজ দুপুর সাড়ে ১২টায় তিনি পরলোক গমন করেন। যেখানে এক্সিডেন্ট করছিলেন ৪-৫ দিন আগ থেকে সেখানে (পায়ের) রগগুলোতে সমস্যা হচ্ছিল। এছাড়াও তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ দুপুরে বাসায় নামাজ পড়তে গিয়ে মারা গেছেন। এশার নামাজের পর জানাযা শেষে তাকে দাফন করা হবে বলেও তিনি জানান।
৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের প্রথম কাতারে নেতৃত্ব দেয়া নেতা ছিলেন মোতাহার হোসেন রানা। ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের সাধারণ সম্পাদক ও মীরসরাই থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
গত বছরের নভেম্বরে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুরাতন শার্ট পরে অনেকটা অসহায়ের মতো চেয়ারে বসা মোতাহার হোসেন রানার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এরপর আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মোতাহার হোসেন রানার ছবি দিয়ে ফেসবুকে বেশকিছু স্ট্যাটাস দেন। তুলে ধরেছিলেন তার দুর্দিনের কথা। পরে তার দায়িত্ব নেয়ার কথা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
সেরা টিভি/আকিব