হেলিকপ্টার নিয়ে বউ আনতে গেলেন ছাত্রলীগ নেতা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
হেলিকপ্টার নিয়ে বউ আনতে গেলেন ছাত্রলীগ নেতা - Shera TV
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

হেলিকপ্টার নিয়ে বউ আনতে গেলেন ছাত্রলীগ নেতা

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

সিলেট ব্যুরো:

বিয়েকে স্মরণীয় করে রাখতে ছাত্রলীগের এক নেতা হেলিকপ্টারে করে গেলেন কনে আনতে। এ সময় শত শত লোক ভিড় জমান। উৎসুক লোকজনের ভিড় সামলাতে ও নিরাপত্তার দায়িত্ব পালনে ছিল পুলিশও।

এ জাঁকালো বিয়ের বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুয়াইব আহমেদ। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া নিজ গ্রাম থেকে আজ শনিবার তিনি হেলিকপ্টারে যাত্রা শুরু করেন।

জানা গেছে, আলোচিত এই বিয়ের কনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামে। কনে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। বর ও কনে উভয়ের এলাকাতেই এ ঘটনায় আজ সাড়া পড়ে গিয়েছে। সিলেট শহরের চন্ডিপুল কুশিয়ারা কনভেনশন হলে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিকেলে এই বিয়ে সম্পন্নের পর বর সুয়াইব আহমেদ হেলিকপ্টারে চড়ে কনে নিয়ে নিজ গ্রামে ফিরে আসেন।

বরের বড় ভাই জুবায়ের আহমেদ জানান, তাঁরা চার ভাই চার বোনের মধ্যে বর সবার ছোট। তাই আদরের ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বরযাত্রা ও কনে নিয়ে আসার আয়োজন করা হয়। ঢাকা থেকে ভাড়া করে হেলিকপ্টার আনা হয়।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছিল। কৌতূহলী ও উৎসুক লোকজনের ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360