স্পোর্টস ডেস্ক:
অসুস্থ শ্বশুরকে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। তাই খেলতে পারেননি বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালসহ দুটি ম্যাচ। কিন্তু শ্বশুরকে দেখতে পাননি। বিমানে থাকাকালীনই মৃত্যুর খবর পান। পরিবারের সঙ্গে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি ঢাকায় ফিরছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে। দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে ক্যারিবীয়রা ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে। বাংলাদেশ ক্রিকেট দলে অনুশীলনও শুরু হবে সেদিন। ঢাকায় আসছেন কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৪০) ফ্লাইটে। তার সঙ্গে মা শিরিন আক্তারও দেশে ফিরছেন। দেশে ফেরার আগে বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য দারুণ একটি সুখবর দিয়েছেন তার ভক্তদের। নতুন বছরের প্রথম দিনেই তিনি জানিয়েছেন তৃতীয় সন্তানের বাবা হওয়ার কথা। সফরে প্রথম ওয়ানডে ২০ জানুয়ারি মিরপুর স্টেডিয়ামে। ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে। ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩-৭ ফেব্রুয়ারি প্রথম টেস্ট চট্টগ্রামে এবং ১১-১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট মিরপুরে।
সেরা টিভি/আকিব