প্রেস রিলিজ
রোববার (২৭ ডিসেম্বর) আমেরিকার সময় সকাল ১০ টায় আর বাংলাদেশ সময় রাত নয়টায় যুক্তরাষ্ট্রের ভির্জিনিয়াভিত্তিক বাংলাদেশী কমিউনিটি সংগঠন ‘প্রিয় বাংলা’ আয়োজন করে জলবায়ু পরিবর্তন বিষয়ক ওয়েবিনার- “Climate Change: Catalyzing Action, Our Role”। ওয়েবিনারে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন; এর পাশাপাশি তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক তাদের কাজ ও চিন্তাভাবনার প্রকাশ ছিল ওয়েবিনারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও বিশেষভাবে উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন ।
ওয়েবিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক সালিমুল হক, ডিরেক্টর, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ (ইকাড)। আরও বক্তব্য রাখেন আর্লিংটন কাউন্টি বোর্ড মেম্বার জনাব টাকিস পি কারান্তনিস, নিউ ভার্জিনিয়া মেজরিটি এডুকেশন ফান্ডের কো-এক্সিকিউটিভ ডিরেক্টর জন লিস, এসিই কোলাবোরেটিভ এর কমিউনিটি অর্গানাইজার শাহিরা সাইদ, পরিবেশবিদ ড. জয়নুল আবেদিন। প্যানেল ডিসকাশনে তরুন প্রজন্মের প্রতিনিধিত্ব করেন পরিবেশ প্রকৌশলী আজবীনা রহমান এবং তথ্যচিত্র নিমার্তা ও অভিনেত্রী, আরনিলা গুহ নোলক। এছাড়া বাংলাদেশের জলবায়ু পরিবর্তন শীর্ষক প্রেসেন্টেশন প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিয়া ইসলাম, ফারহানা এবং নাজিফা তাবাসসুম বন্যা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইফফাত হক আশা এবং রাবেয়া আক্তার মিম।
বিশেষভাবে উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক এই গুরুত্বপূর্ণ ওয়েবিনার আয়োজনের পেছনে সম্পৃক্ত ছিলেন একদল নিবেদিতপ্রাণ তরুণ শিক্ষার্থী, প্রিয় বাংলার ক্লাইমেট চেঞ্জ এওয়ারনেস প্রোগ্রামের স্বেচ্ছাসেবক তারা। যারা এই আয়োজনের পেছনে সেচ্ছাসেবক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, তারা হলেন- রতি চক্রবর্তী, বুশরা ফাইরুজ মেধা, ম্যাক্স গ্রাহাম, সাদাপ জাহান দিনা, ফারহিন রহমান মনিকা, সাদিয়া ইসলাম, জান্নাত আরা বর্ষা এবং রহমান ভুঁইয়া । এরা সবাই প্রিয় বাংলার এই প্রকল্পের মূল স্বেচ্ছাসেবক এবং উপদেষ্টা তারেক মেহ্দীকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। তাদের কর্মদক্ষতা এবং সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতিষ্ঠানের অন্যতম ডিরেক্টর, প্রিয়লাল কর্মকার তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রিয়লাল কর্মকার বলেন- “বাংলাদেশী কমিউনিটি সংগঠন প্রিয় বাংলা এর আগে নানা সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবারই প্রথম কাজ করছি আমরা। আমরা গর্বিত এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সাহায্য করতে পেরে।” প্রতিষ্ঠানের আরেকজন ডিরেক্টর এ্যান্থনী পিউস গোমেজ বলেন- “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবার চোখের আড়ালে ঘটে যাচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো এবিষয়ে কাজ করে যাচ্ছেন, কিন্তু তা এধরণের বিরাট সমস্যা মোকাবিলায় যথেষ্ট নয়। তাই ব্যক্তিগতভাবে এবং সমাজিকভাবে সবাইকে এগিয়ে এসে ভূমিকা পালন করতে হবে, তা যত ক্ষুদ্র আকারেই হোক না কেন। তরুণ সমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই মিলে আমরা নিশ্চিতভাবে সচেতনতা গড়ে তুলতে পারবো, ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবো।”
প্রধান অতিথি অধ্যাপক সালিমুল হক সারা পৃথিবীতে জলবায়ু বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। তিনি বলেন- ”জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে। কেননা আমরা বয়স্করা পারিনি এ প্রভাব নিয়ন্ত্রণে আনতে।” তিনি জলবায়ুর পরিবর্তন এবং এর নেতিবাচক প্রভাবের উপর আলোকপাত করে নানা তথ্য উপাত্ত উল্লেখ করে জলবায়ুর পরিবর্তে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে সবাইকে এবিষয়ে ভূমিকা রাখার জন্য এগিয়ে আসতে আহবান জানান। ওয়েবিনার আয়োজনের প্রশংসা করেন আলিংটন কাউন্টির মেম্বার, জনাব টাকিস কারান্তনিস বিষদভাবে জলবায়ু পরিবর্তের বিভিন্ন কারণের উপর আলোকপাত করেন। । এছাড়া নিউ ভার্জিনিয়া মেজরিটির কো- এক্সিকিউটিভ ডিরেক্টর জন লিস বলেন- ”জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন তারা। বিরূপ প্রভাব পড়ছে এমন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী ও সেখানকার মানুষদের সাথে নিয়ে কাজ করছে তার প্রতিষ্ঠান যেন তাদের কথাও স্থান পায় নীতি নির্ধারণের ক্ষেত্রে। এই কাজ আসলে এককভাবে সম্ভব নয়। সবাইকে নিয়ে এগিয়ে নিতে হবে।” অনুষ্ঠানে যোগদানকারী অতিথি বক্তা, ড: জয়নুল আবেদীন প্রিয়বাংলার এই কার্যক্রমকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন যে, তিনি অত্যন্ত আশাবাদী প্রিয় বাংলা এই কার্যকর্মের মাধ্যমে তরুন ও ছাত্র সমাজকে সম্পৃক্ত করে জলবায়ুর পরিবর্তে একটি বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি জলবায়ু পরিবর্তনের নানা দিক নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন। ওয়েবিনারে আজবীনা রহমান জলবায়ু পরিবর্তনের ওপর করোনার মতো মহামারীর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং আরনিলা গুহ নোলক বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ওপর তার নির্মিত প্রামণ্যচিত্র নিয়ে কথা বলেন। প্রামন্যচিত্রটি ওয়েবিনার শেষে অনলাইনে প্রদর্শন করা হয়।
প্রিয় বাংলা আয়োজিত এই বিশেষ ওয়েবিনারের রেকর্ডকৃত ভিডিও দেখার জন্য নিম্নের লিংকে ক্লিক করুন:
https://www.facebook.com/priobanglaccap/videos/392163105222867